Logo
×

Follow Us

ইউরোপ

ইউক্রেন অভিযানের পর বিদেশে পুতিনের প্রথম সফর

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২২, ২২:৪২

ইউক্রেন অভিযানের পর বিদেশে পুতিনের প্রথম সফর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

ইউক্রেনে অভিযানের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

আজ রবিবার (২৬ জুন) রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রুশ সরকারি টেলিভিশন চ্যানেল রসিয়া ওয়ান জানিয়েছে, সাবেক সোভিয়েত ইউনিয়নে থাকা তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফর করবেন পুতিন। পরে তিনি মস্কোতে আলোচনার জন্য ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদোর সাথে সাক্ষাৎ করবেন।

দুশানবেতে পুতিন তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাখমনের সাথে দেখা করবেন। রাখমন হচ্ছেন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং সাবেক সোভিয়েত আমল থেকে শুরু করা সবচেয়ে দীর্ঘ মেয়াদী শাসক। আশগাবাতে তিনি আজারবাইজান, কাজাখস্তান, ইরান ও তুর্কমেনিস্তানের নেতাদেরসহ কাস্পিয়ান দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

রাশিয়ার বাইরে পুতিনের শেষ সফর ছিল চীনে। ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফর করেছিলেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫